কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড মার্কিন পুলিশের হাতে নির্মমভাবে খুন হওয়ার জরে বিক্ষোভ চলছে যুক্তরাষ্ট্রজুড়ে। এবার সেই বিক্ষোভ থামাতে বিতর্কিত মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
জানা গেছে, জর্জ ফ্লয়েড হত্যার জেরে খেলোয়াড়দের প্রতিবাদমূলক কর্মকাণ্ড নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্প বলেছেন, জাতীয় সঙ্গীতের সময় হাঁটু গেড়ে বসলে ফুটবল কিংবা রাগবি খেলা দেখবেন না।
অন্যদিকে ট্রাম্পের হুঁশিয়ারি না মেনে যুক্তরাষ্ট্রের রাগবি ফেডারেশন সিদ্ধান্ত নিয়েছে, বর্ণবাদ বিরোধী প্রতিবাদে সমর্থন দেওয়া হবে। জাতীয় রাগবি লিগের কমিশনার এ তথ্য জানিয়েছেন।
কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড খুন হওয়ার পর বর্ণবাদ বিরোদী আন্দোলনে ফুঁসে উঠেছে যুক্তরাষ্ট্র। সব অঙ্গনের মানুষের অংশগ্রহণে উত্তাল হয়ে উঠেছে বিশ্ব। এমনকি সাধারণ জনগণের বিক্ষোভে সমর্থন দিয়েছে পুলিশ কর্মকর্তারাও। সেই দলে রয়েছে চিত্র তারকা থেকে শুরু করে খেলোয়াড়রাও। হাঁটু গেড়ে বসে ফ্লয়েড তথা কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদ করছেন সবাই।