নিজস্ব প্রতিবেদক
উজিরপুরে বামরাইল সানুহার গ্রামের মৃত্যু আবদুর রহিম হাওলাদারের ছেলে ইকবাল হোসেন হাওলাদারের বিরুদ্ধে প্রতিবেশী একটি বাড়ির পল্লী বিদ্যুতের সংযোগ অবৈধভাবে কেটে ফেলার অভিযোগ উঠেছে, এর পূর্বে আরো দুই বার ওই বাড়ির সংযোগগুলো রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে ফেলেছিল, ভুক্তভোগী লিয়াকত হোসেন, বাদল খান, সোহেল খান, জয়নাল খান, সুলতান খান, হেমায়েত সহ একাধিক ব্যক্তি জানান বামরাইল ইউনিয়ন এর মহিলা ইউপি সদস্য জাহানারা বেগমের নাতি মোহাম্মদ হাসিব’কে দিয়ে আজ ১৫ জুন দুপুরে বাড়ির পূর্ব পশ্চিম পাশে ইলেকট্রিক পোল থেকে তাদের বাড়ির সমস্ত সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
এর আগেও একাধিকবার ‘কে বা কাহারা’ তাদের সংযোগ বিচ্ছিন্ন করেছে, পুনরায় পল্লী বিদ্যুতের লোক এনে সংযোগ ঠিক করেন, আজ প্রকাশ্যে দিবালোকে ইকবাল ইলেকট্রিক পোলে নিচে দাঁড়িয়ে থেকে হাসিব কে দিয়ে প্রকাশ্যে তাদের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযুক্ত ইকবাল হোসেন হাওলাদারের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোনটি রিসিভ করেননি।স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ ইউসুফ হোসেন হাওলাদার ঘটনার সত্যতা স্বীকার করেন। এবং স্থানীয়ভাবে আপস মীমাংসার চেষ্টা করছেন বলে জানান।
এপিএস/১৫ জুন/পিটিআই/তালহা/বরিশাল