মিজানুর রহমান, মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুরে নিয়মিত কোর্ট চালু ও আইনজীবী হত্যার বিচার দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর নিমতলা আইনজীবী ভবন প্রাঙ্গনে আজ মঙ্গলবার (৯ জুন-২০২০) সকাল ১১ টার সময় সামাজিক দুরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে নিয়মিত কোর্ট চালু ও আইনজীবী হত্যার বিচার দাবীতে মানব বন্ধন করেছেন মেহেরপুর জেলা আইনজীবী সমিতির জুনিয়র ও সিনিয়র আইনজীবীরা।
মানববন্ধন চলাকালে জেলা আইনজীবী সমিতির সভাপতি মারুফ আহম্মদ বিজন বক্তব্য রাখেন। এ সময় মানববন্ধনে আইনজীবীগণের সাথে আইনজীবী সহকারীগনও অংশ গ্রহন করেন।এ সময় অবিলম্বে ভার্চ্যুয়াল কোর্টের মাধ্যমে বিচারকার্য স্থগিত করে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে নিয়মিত কোর্ট চালুর দাবীতে নিয়মিত আদালত চালু করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান আইনজীবী নেতৃবৃন্দ। তারা আরও জানান অনলাইনে এ কোর্ট অনেক সমস্যা দেখা দিচ্ছে। সারাদেশের সরকারী আধা সরকারী অীফস খুলে দেওয়া হলেও নিয়মিত আদালত খুলে দিলে বিচারপ্রার্থী জনগনের ভোগান্তি দুর হবে বলে তারা জানান।
প্রশিক্ষণ না থাকায় মোবাইলের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে কোন অ্যাডভোকেট জামিনের আবেদন করতে বিলম্ব হতে হচ্ছে। তারা জানান বিচারপ্রার্থী জনগণের কষ্ট লাঘব করার নিমিত্তে বাংলাদেশে স্বল্প পরিসরে একটু একটু করে সব কিছু খুলে দেয়া হচ্ছে সেখানে আদালত নিয়মিত না হওয়া বোধগম্য নহে। সামাজিক দুরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে নিয়মিত কোর্ট চালুর জোর দাবী জানান আইনজীবীরা।
সেই সাথে রংপুর জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাড. আসাদুল হক এর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। উক্ত ঘটনায় ২জন আসামিকে দ্রুত গ্রেফতার করায় রংপুরের পুলিশ সুপারকে ধন্যবাদ জানানো হয়। নিরলসভাবে করোনা ঝুকি মোকাবেলা করার জন্য পুলিশ সদস্য ও সাংবাদিকদের ধন্যবাদ দেয়া হয়।
উক্ত মানবন্ধনে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি অ্যাডভোকেট রহমতুল্লাহ ,সাবেক সভাপতি অ্যাডভোকেট আনোয়ার হোসেন,সাবেক সভাপতি অ্যাডভোকেট মখলেছুর রহমান, সাবেক সাধারন সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান ,সাবেক সাধারন সম্পাদক আসাদুল আযম খোকন, সাধারন সম্পাদক অ্যাডভোকেট আবু সালেহ নাসিম, অ্যাডভোকেট রফিকুল ইসলাম,অ্যাডভোকেট আফরোজা বেগম ফাতেমা, অ্যাডভোকেট আদিল করিম,অ্যাডভোকেট রমজান আলী,অ্যাডভোকেট মাহবুবুর রহমান মুকুল,অ্যাডভোকেট সিরাজুল ইসলাম,অ্যাডভোকেট আব্দুল মান্নান,অ্যাডভোকেট রফিকুল ইসলাম-২, অ্যাডভোকেট আরিফুজ্জামান,অ্যাডভোকেট ফরিদ উদ্দিন,অ্যাডভোকেট জিল্লুর রহমান,সাবেক যুগ্ম সাধারন সম্পাদক অ্যাডভোকেট এ এস এম সাইদুর রাজ্জাক,অ্যাডভোকেট আতাউল হক আন্টু,অ্যাডভোকেট গোলাম মোস্তফা,অ্যাডভোকেট মিজানুর রহমান, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, অ্যাডভোকেট এহান উদ্দিন মনা,অ্যাডভোকেট সাহেব আলী, অ্যাডভোকেট নুরজামাল, অ্যাডভোকেট নাগিব মাহফুজ জুয়েল, অ্যাডভোকেট সেলিম গাজী, অ্যাডভোকেট আব্দুল আলিম, অ্যাডভোকেট আলমগীর ইকবাল,অ্যাডভোকেট আতাউর রহমান,অ্যাডভোকেট হাশেম আলী,অ্যাডভোকেট নিয়ামুল খান,অ্যাডভোকেট বকুল হোসেন ও অ্যাডভোকেট মাহফুজুর রহমান সুইট