কুষ্টিয়ার কুমারখালীতে বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছেন। এরা হচ্ছেন- ফারুক মন্ডল (৩০) ও শফি বিশ্বাস (৩৫)। বৃহস্পতিবার দুপুরে মুষলধারে বৃষ্টির সময় বজ্রপাতে তারা মারা যান।
পুলিশ জানায়, বিকাল সাড়ে ৩টার দিকে কুমারখালীর চর সাদীপুর ইউনিয়নের ঘোষপুর গ্রামের ফারুক মন্ডল পদ্মার চরে গরু চরাচ্ছিলেন। এসময় ঝড়ো হাওয়াসহ মুষলধারে বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে বৃষ্টির সঙ্গে বজ্রপাতও হয়। বজ্রপাতের ঘটনায় কৃষক ফারুকের বুক-পিটসহ দেহ ঝলসে যায় এবং ঘটনাস্থলেই মারা যান। পরে পরিবারের লোকজন তার মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে। নিহত ফারুক কুমারখালীর চর সাদীপুর এলাকার ঘোষপুর গ্রামের হামিদুল্লাহ মন্ডলের ছেলে।
অপরদিকে কুমারখারীর নন্দলালপুর ইউনিয়নের অন্তর্গত সদরপুর মধ্যপাড়া গ্রামের কৃষক শফি বিশ্বাস দুপুর পৌনে ৪টার দিকে নিজ জমি থেকে ধান কেটে বাড়ি ফেরার সময় পথিমধ্যে বজ্রপাতে মারা যান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। শফি মৃত ময়েজ উদ্দিনের ছেলে। কুমারখালী থানার ওসি মজিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ দুটি উদ্ধারের পর তাদের পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।
এপিএস/০৪/পিটিআই/এনএস