সব
facebook apsnews24.com
কভিড-১৯ এ আক্রান্ত দেড় শতাধিক আইনজীবী, এ পর্যন্ত ৩জনের মৃত্যূ - APSNews24.Com

কভিড-১৯ এ আক্রান্ত দেড় শতাধিক আইনজীবী, এ পর্যন্ত ৩জনের মৃত্যূ

কভিড-১৯ এ আক্রান্ত দেড় শতাধিক আইনজীবী, এ পর্যন্ত ৩জনের মৃত্যূ

এপিএস নিউজ ডেস্ক

সারাদেশে আইনজীবীরাও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত আক্রান্তদের সঠিক পরিসংখ্যান জানা না গেলেও এ সংখ্যা দেড় শতাধিক বলে জানিয়েছেন আইনজীবী নেতারা।

এরই মধ্যে ঢাকায় একজন এবং চট্টগ্রামে দু’জন মারা গেছেন। ঢাকার বাইরে মানিকগঞ্জ, বরগুনা, নোয়াখালী, ময়মনসিংহ, রাজশাহী, নারায়ণগঞ্জ, মাদারীপুরসহ একাধিক জেলা বারের সদস্য আক্রান্ত হয়েছেন।

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুর রেজাক খান সস্ত্রীক করোনা আক্রান্ত। তিনি রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সুপ্রিম কোর্টের আইনজীবী মানবাধিকারকর্মী ফৌজিয়া করিম ফিরোজ আক্রান্ত

হয়ে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ঢাকা আইনজীবী সমিতির সদস্য মোহাম্মদ শওকত হোসেন অপু করোনায় আক্রান্ত হয়ে ঈদের পরদিন রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন। এরপর চট্টগ্রাম বারের দু’জন সদস্য মো. ফজলুল করিম ও সালেহউদ্দিন কভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানা গেছে।

বিভিন্ন আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, আক্রান্তদের মধ্যে কমপক্ষে ১০ জনের অবস্থা গুরুতর। নিজ উদ্যোগে নানাভাবে চিকিৎসা নিচ্ছেন তারা। বিভিন্ন বারের পক্ষ থেকে আক্রান্তদের সহযোগিতা করা হচ্ছে। আক্রান্তদের বেশিরভাগই নিজ বাসায় আইসোলেশনে আছেন।

এর বাইরে হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি আক্রান্ত হওয়ার পর এখন সুস্থ আছেন। নেত্রকোনার জেলা জজ শাহজাহান কবীর করোনা আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যদের মধ্যে আক্রান্ত অন্যরা হলেন- অ্যাডভোকেট রবিউল আলম বুদু, ব্যারিস্টার আকবর আমিন বাবুল (বর্তমানে সুস্থ), আবু জাফর মানিক, সহকারী অ্যাটর্নি জেনারেল তিতাস হিল্লোল রেমা (বর্তমানে সুস্থ), ঢাকা বারের সদস্য অ্যাডভোকেট আব্দুর রশীদ মোল্লা, মো. জসিম, আব্দুল বাসেত, জেসমিন মাহবুব, এহসান রিয়াজ তালুকদার, ইজলাল আজগর আল-আলভী, রোকসানা খানম ইভাসহ অনেকে।

এ ছাড়া অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজার পিও এমএ গফুর করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন। করোনায় আক্রান্ত হয়ে সুপ্রিম কোর্ট বারের লাইব্রেরি সহকারী আসাদুল ইসলাম গতকাল সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এএম আমিনউদ্দিন বলেন, আমাদের কয়েকজন সদস্য আক্রান্ত হয়েছেন। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, আক্রান্তদের মধ্যে যাদের প্রয়োজন তাদের আর্থিক সহযোগিতা করা হয়েছে।

ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মো. ইকবাল হোসেন বলেন, ঢাকা বারের ১০ থেকে ১৫ জন সদস্য আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আরও কয়েকজন বাসায় চিকিৎসা নিচ্ছেন।

বাংলাদেশ বার কাউন্সিল হিউম্যান রাইটস কমিটির চেয়ারম্যান মোখলেসুর রহমান বাদল বলেন, ঢাকার বাইরে আক্রান্ত আইনজীবীদের চিকিৎসার জন্যও বার কাউন্সিল থেকে প্রত্যেক বারে আর্থিক অনুদান পাঠানো হয়েছে। সুত্রঃ সমকাল।

এপিএস/৪জুন/পিটিআই/সুজন

আপনার মতামত লিখুন :

সুপ্রিম কোর্টে মারামারির ঘটনায় আইনজীবী পিটিয়ে বরখাস্ত ৩ সহকারী অ্যাটর্নি জেনারেল

সুপ্রিম কোর্টে মারামারির ঘটনায় আইনজীবী পিটিয়ে বরখাস্ত ৩ সহকারী অ্যাটর্নি জেনারেল

হিন্দু বিবাহ রেজিষ্ট্রি না করার ফলাফল ও প্রাসঙ্গিকতা

হিন্দু বিবাহ রেজিষ্ট্রি না করার ফলাফল ও প্রাসঙ্গিকতা

আইনজীবী হলেন ৫ হাজার ৯৭২ জন

আইনজীবী হলেন ৫ হাজার ৯৭২ জন

আইনজীবী নিবন্ধনে পরীক্ষার তারিখ নির্দিষ্টকরণ ও পরীক্ষা পদ্ধতি সংস্কারের দাবিতে ভার্চুয়াল সভা

আইনজীবী নিবন্ধনে পরীক্ষার তারিখ নির্দিষ্টকরণ ও পরীক্ষা পদ্ধতি সংস্কারের দাবিতে ভার্চুয়াল সভা

জমি অধিগ্রহণ কি, কেন, কখন, কিভাবে?

জমি অধিগ্রহণ কি, কেন, কখন, কিভাবে?

বার কাউন্সিলের লিখিত পরীক্ষার রেজাল্ট যে কোন দিন

বার কাউন্সিলের লিখিত পরীক্ষার রেজাল্ট যে কোন দিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান
০১৬২৫৪৬১৮৭৬

editor@apsnews24.com, info@apsnews24.com
Developed By Feroj