হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক ডাক্তার করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্ত ডাক্তারকে আইসোলুশনে এবং কমপ্লেক্সের কয়েকজন ডাক্তারকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। পাশাপাশি তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আক্রান্ত মেডিকেল অফিসার মোস্তাকিম মাওয়া নিয়মিতভাবে দায়িত্ব পালন করে আসছিল। শারীরিক অবস্থা অস্বাভাবিক দেখা দেয়ার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়।
গত মঙ্গলবার নমুনা পরীক্ষার ফলাফল কোভিড-১৯ পজেটিভ হওয়ায় তাকে আইসোলুশন সেন্টারে পাঠানো হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আশরাফুজ্জামান সরকার জানান, বেশ কিছুদিন থেকে ডাক্তার মোস্তাকিম মাওয়া স্ত্রীর শারীরিক সমস্যার কারণে রংপুর থেকে যাওয়া আসা করে দায়িত্ব পালন করছেন। সে কারণে তিনি করোনায় আক্রান্ত হতে পারেন, মনে করা হচ্ছে। বর্তমানে তিনি স্বাভাবিক রয়েছেন।
এপিএস/৪জুন/পিটিআই/বেল্লাল