সব
facebook apsnews24.com
আম্ফানের তান্ডবের পর ঢেউটিনের চাহিদা বেড়েছে ঝিনাইদহে - APSNews24.Com

আম্ফানের তান্ডবের পর ঢেউটিনের চাহিদা বেড়েছে ঝিনাইদহে

আম্ফানের তান্ডবের পর ঢেউটিনের চাহিদা বেড়েছে ঝিনাইদহে

জেলা প্রতিনিধি-

ঝিনাইদহে স্বরণকালের ভয়াল (ঝড়) সুপার সাইক্লোন আম্ফানের তান্ডবে জেলার অনেক স্থান লন্ডভন্ড হয়ে গেছে। এতে ঘর-বাড়ি গাছপালাসহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এমনকি ঝড়ে গাছ চাপা পড়ে সদর উপজেলায় এক মহিলার মৃত্যুও হয়েছে।

এদিকে যাদের টিনের ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তাদেরই বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঝড়ের তান্ডমে উড়ে গেছে ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানের টিনের চাল (ছাউনি)। আর এতে বেড়েছে ঢেউটিন বিক্রি।

বৃহস্পতিবার (২১মে) সারারাত আম্ফানের তান্ডবের পর শহরের ঢেউটিনের দোকানগুলোতে দেখা গেছে মানুষের উপচে পড়া ভিড়।

শহরের কয়েকটি দোকান ঘুরে দেখা গেছে, হঠাৎ করে টিন বিক্রি বেশ বেড়ে গেছে। টিনের দোকানগুলোতে অন্য সময়ের চেয়ে বর্তমানে ভিড় লক্ষ্য করা গেছে। ক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে, ঝড়ে তাদের ঘরের চালের টিন নষ্ট হওয়ায় সেগুলো মেরামতে জন্য শহরের ঢেউটিন কিনতে দোকানে ভিড় করছেন ক্ষতিগ্রস্থরা। তবে অভিযোগ উঠছে এ সুযোগে বিক্রেতারা টিনের দাম কিছুটা বাড়িয়ে দিয়েছেন।

সদর উপজেলার মধুপুর গ্রামের মো. টিটু বলেন, তার একটি মুরগির খামার ছিলো ঝড়ে খামার ক্ষতিগ্রহস্থ হয়েছে এজন্য টিন কিনতে এসেছি।

কালীগঞ্জ উপজেলা থেকে ঢেউ টিন কিনতে আসা সামছুল ইসলাম বলেন, এমন ঝড় আগে কখনও দেখিনি। আর এ ঝড়ে এলাকার প্রায় প্রতিটি বাড়ির টিনের চাল নষ্ট হয়ে গেছে। তিনি বলেন, তার টিনের চালার তিন কক্ষের একটি ঘর ছিল। ঝড়ে দুটি ঘরের টিন উড়ে গেছে। এমন টা এলাকার প্রায় লোকেরই হয়েছে এ কারণে সবাই একযোগে টিন কিনতে এসেছি। তবে এ সুযোগে দোকানিরা আগের থেকে একটু বেশি দাম চাইছে।

অপর ব্যক্তি মুস্তাক মিয়া জানান, কালীগঞ্জ বাজারে তার একটি চায়ের দোকান ছিলো। ঝড়ে দোকানের টিন উড়ে গেছে এজন্য টিন কিনতে এসেছি।

ব্যবসায়ীরা জানান, অন্য সময়ের চেয়ে হঠাৎ এই ঝড়ের পর টিনের জোগানের তুলনায় চাহিদা অনেক বেড়ে গেছে। অনেক কোম্পানীর টিন ফুরিয়ে গেছে। করোনার কারণে এর আগে তেমন বিক্রি ছিল না। ঝড়ের পরের দিন থেকে বেশ বিক্রি বেড়ে গেছে। তবে ঢেউটিরেন দাম বেশি নেওয়া হচ্ছে এটা সঠিক না।

লেখকঃ আব্দুল্লাহ আল মাসুদ, ঝিনাইদহ প্রতিনিধি-০১৭২৯৮৩০৮৫৩

আপনার মতামত লিখুন :

ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনের পাঁচবার নির্বাচিত এমপি আব্দুল হাই আর নেই

ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনের পাঁচবার নির্বাচিত এমপি আব্দুল হাই আর নেই

দেশে পর্যাপ্ত সংখ্যক বিচারক নেই, প্রধান বিচারপতি

দেশে পর্যাপ্ত সংখ্যক বিচারক নেই, প্রধান বিচারপতি

কাওলা শিয়ালডাঙ্গায় পশুর হাটে হাইকোর্টের স্থগিতাদেশ।

কাওলা শিয়ালডাঙ্গায় পশুর হাটে হাইকোর্টের স্থগিতাদেশ।

কুষ্টিয়ায় কুপিয়ে হত্যার দায়ে তিন জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

কুষ্টিয়ায় কুপিয়ে হত্যার দায়ে তিন জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

ফুলবাড়ীতে এসএসসি ১৯৭৯ ব্যাচের বন্ধু মিলন-মেলা অনুষ্ঠিত

ফুলবাড়ীতে এসএসসি ১৯৭৯ ব্যাচের বন্ধু মিলন-মেলা অনুষ্ঠিত

সৈয়দ শামসুল হক শিশুসাহিত্য পুরস্কার পাচ্ছেন শিশুসাহিত্যিক স.ম. শামসুল আলম

সৈয়দ শামসুল হক শিশুসাহিত্য পুরস্কার পাচ্ছেন শিশুসাহিত্যিক স.ম. শামসুল আলম

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান
০১৬২৫৪৬১৮৭৬

editor@apsnews24.com, info@apsnews24.com
Developed By Feroj