কুষ্টিয়া জেলা প্রশাসন নিষিদ্ধ যৌন উত্তেজক ঔষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপুল পরিমান যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছেন ও মালিককে আটক করে ০১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ০২ লাখ টাকা অর্থদন্ড দিয়েছেন।
বৃহঃবার ২৯ জুলাই কুষ্টিয়া জেলা শহরের কবি আজিজুর রহমান সড়কে অবস্থিত এলেক্স ইউনানি ল্যাবরেটরিজ নামক যৌন উত্তেজক সিরাপ প্রস্তুতকারী প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়৷
ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক নিষিদ্ধ ঘোষিত এসএস পাউডার দ্বারা যৌন উত্তেজক সিরাপ প্রস্তুত ও গোপনে বাজারজাত করার অপরাধে প্রতিষ্ঠানের মালিক মোঃ রফিকুল ইসলাম (৩০) কে ঔষধ আইন, ১৯৪০ এর ১৮ (খ) লঙ্ঘনে একই আইনের ২৭ ধারায় ০১ (এক) বছরের বিনাশ্রম কারাদন্ড ও ২,০০০০০/- ( দুই লাখ) টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
জব্দকৃত প্রায় ৪,০০০০ ( চার হাজার) বোতল নিষিদ্ধ ওষুধ জনসম্মুখে ধ্বংস করা হয়। জনস্বার্থে প্রতিষ্ঠানটির সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে৷
জেলা প্রশাসন, কুষ্টিয়ার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সবুজ হাসান এঁর ভ্রাম্যমাণ আদালতে উক্ত শাস্তি প্রদান করা হয়।
অভিযান পরিচালনাকালে কোম্পানি কমান্ডার, র্যাব-১২, কুষ্টিয়া ও তাঁর একদল চৌকস বাহিনী, সহকারী পরিচালক, ঔষধ প্রশাসন অধিদপ্তর, কুষ্টিয়া সহ আরও অনেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন৷
জনস্বার্থে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে৷