তালহা জাহিদঃ বরিশাল জেলা উজিরপুর উপজেলার মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ আলী আর্শাদ ও ওসি (তদন্ত) মোঃ মমিন উদ্দিন এর সাথে গতকাল ১০ জুলাই সন্ধায় উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ এর অফিস কক্ষে রিপোটার্স ইউনিটের সকল সাংবাদিকবৃন্দের উপস্থিতিতে মতবিনিময় সভা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন রিপোর্টাস ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল সাংবাদিকবৃন্দ। নবাগত অফিসার ইনচার্জ মোঃ আলী আর্শাদ তিনি উপজেলার রিপোর্টার্স ইউনিটের সকল সাংবাদিকবৃন্দ’কে শুভেচ্ছা জানিয়ে বলেন, “সাংবাদিক হলো রাষ্ট্রের স্তম্ভ ও জাতির বিবেক, আপনারা কলম যোদ্ধা, আপনাদের সহায়তা আমি একান্ত কামনা করি, পুলিশ সাংবাদিক উভয় উভয়ের মধ্যে সহযোগিতা সহমর্মিতা থাকলে, অবশ্যই আমরা জনগনের কাঙ্ক্ষিত প্রত্যাশা পুড়ন করতে পারবো ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, ”আমরা আইনশৃঙ্খলা বাহিনী সত্য ও ন্যায়ের পথে সবসময় অবিচল কাজ করে থাকি। আমাদের মাধ্যমে যেন সাধারণ জনগন কোন প্রকার মিথ্যা মামলায় হয়রানি না হতে হয়। তবে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে আমরা সব সময় সজাগ রয়েছি। আপনাদের সকলের সহযোগিতা কামনা করে থানা পুলিশ। ইতিমধ্যে পৃথিবী ব্যাপি ভয়াবহ মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিজেকে ও নিজ পরিবারকে রক্ষার জন্য বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জনবান্ধব সরকার ইতি মধ্যে কঠোর লকডাউন দিয়েছেন, তাই ধারাবাহিকতা রক্ষার জন্য সকলকে নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলাচল ও নিয়মিত মাক্স পড়ে একান্ত প্রয়োজনে ঘরের বাহিরে বের হবেন, অকারণে রাস্তায় না বেরোনোর আহবান জানান তিনি।”