মো: মিশন আলী,ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুরে অবৈধভাবে বাওড় ইজারা দেওয়ার প্রতিবাদে মাথায় কাফনের কাপড় বেঁধে মানববন্ধন কর্মসূচী পালন করেছে মৎস্যজীবীরা।
আজ সকালে মহেশপুর উপজেলার কুসুমপুর গ্রামে এ কর্মসূচীর আয়োজন করে বাওড়পাড়ের বাসিন্দারা। এসময় মাথায় কাফনের কাপড় বেঁধে ব্যানার ফেস্টুন নিয়ে মহেশপুরের কুসুমপুর, স্বরূপপুর, পিপুলবাড়িয়া চুয়াডাঙ্গার বেনীপুর ও ধান্যখোলা গ্রামের ১১৫ টি পরিবারের কয়েক’শ সদস্য অংশ নেয়।
এসময় বক্তারা বলেন, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর বাওড়টিতে সরকারের সাথে চুক্তির মাধ্যমে গত ৩০ বছর বাওড়পাড়ের দুই জেলার ৫ টি গ্রামের মৎস্যজীবীরা তাদের জীবিকা নির্বাহ করে আসছে। কিন্তু হঠাৎ করে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন চুক্তি অগ্রাহ্য করে অন্যত্র খাস আদায়ের জন্য একটি সমিতিকে দিয়েছে। এতে পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছেন ওই ১১৫ টি পরিবার। তাই দ্রæত বাওড়টি মৎস্যজীবীদের কাছে হস্তান্তর করার দাবি জানান তারা।