চমেক (চট্টগ্রাম মেডিকেল কলেজ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত এক গৃহবধু মারা গেছেন। তার নাম আসমা আক্তার। বাড়ি নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকার মৌলভীপাড়ায়। বুধবার (৭ জুলাই) দিবাগত রাত ১টায় তিনি হাসপাতালের করোনা ওয়ার্ডে মারা যান।
হাসপাতাল পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, আসমার করোনা ধরা পড়ায় গত মঙ্গলবার তার স্বামী মোজাম্মেল তাকে চমেক হাসপাতালে ভর্তি করান। এরপর মোজাম্মেলের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। বুধবার রাতে রোগীর অবস্থার অবনতি হলে হাসপাতালের রেজিস্টারে থাকা স্বামীর নম্বরে যোগাযোগ করেন ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসকরা। কিন্তু ফোন বন্ধ থাকায় তাকে পাওয়া যায়নি। বুধবার দিবাগত রাত ১টার দিকে আসমা মারা যান।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, আসমা নামে এক করোনা আক্রান্ত নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার স্বামীর সাথে যোগাযোগের জন্য অনেকবার তার মোবাইলে ফোন করেও তা বন্ধ পাওয়া গেছে। আসমার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।