রুবেল রানাঃ
সারাদেশে কঠোর লকডাউন উপল্যক্ষে সরকারের নির্দেশ ক্রমে কুষ্টিয়া জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪ টি টিম জেলা প্রশাসনের সাথে সমন্বয়ের মাধ্যমে কোভিট ১৯ বিস্তার রোধে সরকারের অরোপিত সকল বিধিনিষেধ বাস্তবায়নে অতন্দ্র প্রহরী হয়ে কাজ করে যাচ্ছে।প্রতিটি দলে একজন করে অফিসার দায়িত্বে আছে। ২টি টিম ভাদালিয়া বাজার ও শহর বটতলা তে ও ২টি টিম জেলা প্রশাসনের
দায়িত্বে থাকা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এর সাথে থেকে দায়িত্ব পালন করতে দেখা যায়।
এই উপল্যক্ষে কুষ্টিয়া জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট জনাব সোহেলুর রহমান জানান যে কোভিন১৯ বিস্তার রোধে সরকারের অরোপিত সকল বিধিনিষেধ বাস্তবায়নের ল্যক্ষে জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে তা বাস্তবতানের জন্য কুষ্টিয়া জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চারটি টিম অন্যান বাহিনীর সাথে কাজ করা যাচ্ছে।দেশ ও জাতির ক্রান্তিলগ্নে এ বাহিনী সর্বদা জনগণের পাশে দারিয়ে সরকারের নির্দেশনা লালনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছে।