মহিবুল ইসলাম রাজশাহী জেলা প্রতিনিধি–
রাজশাহীতে আজ গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে আরো ১০ জনের মৃত্যু হয়েছে।এর মধ্যে রাজশাহীর ৭জন, চাঁপাইনবাবগঞ্জ জেলার ২জন এবং নওগাঁ জেলার ১ জন মারা গেছেন। মৃতদের মধ্যে ৯জনই করোনার উপসর্গ নিয়ে এবং একজন করোনা পজেটিভ হয়ে মারা যান।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার শামীম ইয়াজদানী জানান, রামেক এ গত ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৫৪ জন। এরমধ্যে শুধু রাজশাহী জেলার ৩৫ জন রয়েছেন।
এদিকে করোনা ওয়ার্ডে মোট ২৭১ বেডের বিপরীতে ভর্তি রোগী আছেন ৩৭৭ জন।এরমধ্যে রাজশাহী জেলার ২২৯ জন, চাঁপাইনবাবগঞ্জ জেলার ৭৫ জন, নাটোর জেলার ২৯ জন, নওগাঁ জেলার ৩২ জন, পাবনা জেলার ৬, কুষ্টিয়া জেলার ৪ জন এবং চুয়াডাঙ্গা জেলার দুজন রয়েছেন।
এছাড়াও আগেরদিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৪১৫টি নমুনা পরীক্ষায় ১৯৫জনের করোনা পজেটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ৪৬ দশমিক ৯৯শতাংশ। নওগাঁ জেলার ৩৭টি নমুনায় ২২জনের পজেটিভ আসে। নওগাঁয় শনাক্তের হার ছিলো ৫৯ দশমিক ৪৬ শতাংশ। চাঁপাইনবাবগঞ্জের ২০০ নমুনায় ৬৩ জনের পজেটিভ আসে, শনাক্তের হার ৩১ দশমিক ৫ শতাংশ।
করোনা সংক্রমণ ঠেকাতে প্রশাসনের পক্ষ থেকে প্রচুর প্রচারণা ও কঠোর লকডাউন চলছে রাজশাহীতে তবু বৃদ্ধি পাচ্ছে ভাইরাসটির সংক্রমণ।
এদিকে লগডাউন এর কারণে রাজশাহীতে বেকার হয়ে পড়েছেন প্রায় ৬০% বিভিন্ন পেশাজীবি মানুষ। নেই কোন সরকারি বা বেসরকারি সাহায্য। জিবন চলছে অনেক কষ্টে সাধারণ মানুষের। অনেকে কঠোর লকডাউন উপেক্ষা করেও বের হচ্ছে কাজের সন্ধানে। যা