মহিবুল ইসলাম শুভঃ
স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ যুব অধিকার পরিষদ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলা শাখা কর্তৃক আয়োজিত “পানসি রেস্টুরেন্ট” এ গত ১৮/০৬/২০২১ ইং তারিখে অনুষ্ঠিত মিলনমেলাতে হঠাৎ করে ছাত্রলীগ-যুবলীগ হামলা চালায় ও মোটরসাইকেল, মোবাইল ছিনতাই করে।
এছাড়াও হামলার ঘটনার পর পুলিশ উপস্থিত হয়ে হামলার শিকার যুব অধিকার পরিষদ এর নেতা কর্মীদের গণগ্রেফতার করে নিয়ে যায় পুলিশ।
গত ১৮/০৬/২০২১ইং শুক্রবার জুমা নামাজের পরে ২.৩০ টার সময় “পানসি রেস্টুরেন্ট” এ “বাংলাদেশ যুব অধিকার পরিষদ” কুমিল্লা জেলা চৌদ্দগ্রাম উপজেলার মিলনমেলা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ যুব অধিকার পরিষদ এর কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মোঃ আতাউল্লা উপস্থিত থাকার কথা ছিলো কিন্তু কেন্দ্রীয় অন্য মিটিং এর জন্য তিনি অনুষ্ঠানে যেতে পারেননি।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত উপজেলা নেতাকর্মীদের উপর সাবেক রেলমন্ত্রী ও বর্তমান আওয়ামী সমর্থিত এমপি মুজিবুল হকের অনুসারী কিছু ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত ভাবে সন্ত্রাসী কায়দায় হামলা চালায়।
উক্ত হামলায় ২৫-৩০ জন আহত হয় এবং ১ টি মোটর সাইকেল ও ১০-১২টি মোবাইল ছিনতাই করে ছাত্রলীগ ও যুবলীগের দুর্বৃত্তরা।
যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মোঃ আতাউল্লা সাথে তার নিজস্ব মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন যে, চৌদ্দগ্রাম থানার দায়িত্বশীলদের সাথে আমরা যোগাযোগ করলে অন্যায়ভাবে আটককৃতদের ছেঁড়ে দেওয়ার আশ্বাস দেয় থানা কর্তৃপক্ষ। পরবর্তী তে যাতে কোন সমস্যা সৃষ্টি না সে জন্য তাদের থানাতে নিয়ে আসা হয়েছে।
কিন্তু গতকাল ১৯/০৬/২০২১ইং (শনিবার) আটককৃতদের মোট ৫ জনকে অন্যায়ভাবে মিথ্যা ও প্রহসনমূলক মামলা দিয়ে তাদেরকে আদালতে প্রেরণ করে।
এছাড়াও তিনি আরো জানান ১ টি মোটরসাইকেল ও ১০-১২ টি মোবাইল ছিনতাই করে যা এখনো ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের কাছে রয়েছে। এ বিষয় এ পুলিশ কোন অভিযোগ নেননি।
এ বিষয় এ বাংলাদেশ যুব অধিকার পরিষদ এর কেন্দ্রীয় পরিষদের মাধ্যমে মোঃ আতাউল্লা (আহ্বায়ক) এবং মোঃ মনজুর মোরশেদ (ভারপ্রাপ্ত-সদস্য সচিব) স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছি।
বাংলাদেশ যুব অধিকার পরিষদ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, “বাংলাদেশ যুব অধিকার পরিষদ” এই ধরনে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত অপপ্রচার ও অন্যায়ভাবে হামলা এবং প্রহসনমূলক মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। সেই সাথে অনতিবিলম্বে আটককৃতদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহারসহ প্রকৃত দোষীদেরকে আইনের আওতায় এনে বিচারের দাবী জানাচ্ছে।