ইসরায়েলের সঙ্গে করা ‘ভ্যাকসিন সোয়াপ’ চুক্তি বাতিল করেছে ফিলিস্তিন। প্রাথমিকভাবে ফিলিস্তিনে পাঠানো ফাইজারের টিকার মেয়াদ প্রায় শেষদিকে হওয়ায় এ পদক্ষেপ নিয়েছে প্যালেস্টাইনি কর্তৃপক্ষ। শুক্রবার (১৮ জুন) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, এই চুক্তি অনুযায়ী ফিলিস্তিনকে ১৪ লাখ ডোজ টিকা দেওয়ার কথা ছিল ইসরায়েলের। বিনিময়ে এই বছরের শেষদিকে একই পরিমাণ ডোজ ইসরায়েলকে ফেরত দিতে হতো ফিলিস্তিনের। কিন্তু ফিলিস্তিনে প্রথম চালানে পাঠানো ৯০ হাজার টিকার মেয়াদ প্রায় শেষ দিকে হওয়ায় চুক্তিটি বাতিল করেছে কর্তৃপক্ষ।
ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী মাই আলকাইলা বলেন, ‘তারা আমাদের বলেছিল মেয়াদ শেষ হওয়ার তারিখটি জুলাই বা আগস্টে। এটি হলে আমরা টিকাগুলো ব্যবহারের সময় পেতাম কিন্তু দেখা গেল জুনেই এগুলোর মেয়াদ শেষ হচ্ছে। এগুলি ব্যবহারের পর্যাপ্ত সময় নেই, তাই আমরা সেগুলি প্রত্যাখ্যান করেছি।’