সব
facebook apsnews24.com
আবাবিল আসবেই - APSNews24.Com

আবাবিল আসবেই

আবাবিল আসবেই

আমি রোজ পাথর কুড়িয়ে রাখি একটি দুটি শতসহস্র,
আমার আঙিনাজুড়ে পাথরের স্তুপ, যেখানে কখনো ছিলো গোলাপের ঝাড়
জানি আবাবিল আসবেই।
আমার শিশুরা আর খেলনা খোঁজেনা ওরা পাথর ছুঁড়তে শিখে গেছে,
আমাদের বাড়িগুলো কেঁপে ওঠে, ধ্বসে পড়ে, খসে পড়ে পলেস্তারা,
গুঁড়ো গুঁড়ো হয়ে যায় ছাদ,কার্নিশ, ভেঙে পড়ে কড়ি বর্গা
তুমি কি ভাবছো এটা ভুমিকম্প?
না না এতো আগমনী সংগীত
জানি আবাবিল আসবেই।
আমাদের রমনীরা ঝলমলে হয়ে ওঠে পুত্র কিংবা তার পিতার রক্তে
যারা আকসায় নত ছিল কদরের রাত্রিতে আল্লাহর হেফাজতে,
তারা আল্লাহর কাছে ছিলো, আল্লাহর কাছে গেছে, সেই পথ ধরে,
জানি আবাবিল আসবেই।
আমাদের মেয়েগুলো অন্দরে নেই আজ ঘরকন্নার কাজ বন্ধ এখন
পাথর ছুঁড়তে গেছে, পাথর কুড়াতে গেছে, পাথরের চর্চাটা খুব প্রয়োজন
পাঠশাল চুকে গেছে,ক্যারিয়ার মুছে গেছে, সংসার ভেসে গেছে গ্রেনেডের গর্জনে
তবু প্রিয়জন হারানোর কাতরতা ভুলে গিয়ে পতাকা ওড়ায় ওরা আকসার প্রাঙ্গণে
সেই পতাকার রং দেখে সাগরের ওপার থেকে
জানি আবাবিল আসবেই।
যতবার আবরাহা রণসাজে সেজে ওঠে, ধ্বংস করতে আসে আল্লাহর ঘর,
ততবার উড়ে আসে ঝাঁকে ঝাঁকে আবাবিল সাথে নিয়ে মুক্তির পাথরাস্ত্র
আমরা তৈরি থাকি, চর্চাটা ধরে রাখি পাথর ছোঁড়ার সেই মহোৎসবে
আকসার জমিনকে আঁকড়িয়ে পড়ে থাকি, দিগন্তে চোখ রাখি
জানি আবাবিল আসবেই।

শেখ ফাহমিদা নাজনীন
১৩ মে,২০২১।

আপনার মতামত লিখুন :

ইরান-ইসরায়েল সংকট আরও ঘনীভূত হচ্ছে কি

ইরান-ইসরায়েল সংকট আরও ঘনীভূত হচ্ছে কি

দুবাই বিমানবন্দরে জলাবদ্ধতা, সীমাহীন ভোগান্তি ও যাত্রীদের শোচনীয় অবস্থা

দুবাই বিমানবন্দরে জলাবদ্ধতা, সীমাহীন ভোগান্তি ও যাত্রীদের শোচনীয় অবস্থা

রাশিয়ার মস্কো হামলার ঘটনা যে পরিমাণ অর্থের বিনিময়ে ঘটেছে

রাশিয়ার মস্কো হামলার ঘটনা যে পরিমাণ অর্থের বিনিময়ে ঘটেছে

ইসরায়েলের এক কমান্ডার বললেন গাজা যুদ্ধে হেরেছে ইসরায়েল

ইসরায়েলের এক কমান্ডার বললেন গাজা যুদ্ধে হেরেছে ইসরায়েল

ত্রাণের অপেক্ষায় থাকা ২০ ফিলিস্তিনি ইসরায়েলী হামলায় নিহত

ত্রাণের অপেক্ষায় থাকা ২০ ফিলিস্তিনি ইসরায়েলী হামলায় নিহত

মার্কিন পররাষ্ট্র দপ্তর ড. ইউনুস ইস্যুতে যা বললো

মার্কিন পররাষ্ট্র দপ্তর ড. ইউনুস ইস্যুতে যা বললো

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান
০১৬২৫৪৬১৮৭৬

editor@apsnews24.com, info@apsnews24.com
Developed By Feroj