তাইওয়ানে একটি ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা গেছে, দেশটির পূর্বাঞ্চলের একটি টানেলে শুক্রবার (২ এপ্রিল) সকালে ট্রেনটি লাইনচ্যুত হয়। দুর্ঘটনায় আহতের সংখ্যা অন্তত ২০, এর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। এসব তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে স্থানীয় ফায়ার ডিপার্টমেন্টের বরাত দিয়ে বলা হয়েছে, ট্রেনটি তাইটুং এর উদ্দেশ্যে যাচ্ছিল। পথে হুয়ালিয়েনের উত্তরে একটি টানেলের মধ্যে দিয়ে যাওয়ার সময় ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে কয়েকটি বগি টানেলের দেয়ালে ধাক্কা খায়।
আরও বলা হয়, ট্রেনে মোট ৩৫০ জন যাত্রী ছিল। দুর্ঘটনার পর উদ্ধারকাজ এখনো চলছে। অন্তত চার যাত্রী নিহত হওয়ার তথ্য দিয়েছে স্থানীয় ফায়ার ডিপার্টমেন্ট। গুরুতর আহত তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। কম আহতরা এখনো চিকিৎসার জন্য অপেক্ষা করছেন।