তুরস্ক সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আরও দুই সেনা আহত হয়েছেন।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বৃহস্পতিবার বলা হয়েছে, তাতভান টাউনের কাছে চেকমেজে নামের একটি গ্রামে হেলিকপ্টারটি ভেঙে পড়ে। বিঙ্গল থেকে তাতভানের দিকে যাওয়ার সময় দুপুর ২টা ২৫ মিনিটে নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয় কপ্টারটির।
তুরস্কের প্রধান জাতীয়তাবাদী দলের নেতা ডেভলেট বাহসেলি টুইটারে জানিয়েছেন, নিহতদের মধ্যে সেনাবাহিনীর কমান্ডার ও লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার কর্মকর্তা ছিলেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই দুর্ঘটনাকে ‘অত্যন্ত দুঃখজনক’ আখ্যায়িত করেছে।
তুর্কি প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার, স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সয়লু এবং জ্যেষ্ঠ সেনা কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।
এর আগে ২০১৭ সালে তুরস্কের ইরাক ও সিরিয়া সীমান্তবর্তী সিরনাক প্রদেশে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ১৩ সেনা প্রাণ হারিয়েছিলেন।
যে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, সেটি তৈরি করে ফ্রান্স। সরবরাহকারী প্রতিষ্ঠান এয়ারবাস।
যে এলাকায় এটি বিধ্বস্ত হয়েছে, সেখানে তুর্কি সেনারা প্রায়ই কুর্দিদের বিরুদ্ধে অভিযান চালায়।
দুর্ঘটনার খবরে ইউরোপিয়ান ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র শোক প্রকাশ করে তুরস্ক সেনাবাহিনীর পাশে থাকার প্রতিশ্রুতি