সব
facebook apsnews24.com
বাংলাদেশে দাদাগিরি করার কোনো উদ্দেশ্য ভারতের নেই: দোরাইস্বামী - APSNews24.Com

বাংলাদেশে দাদাগিরি করার কোনো উদ্দেশ্য ভারতের নেই: দোরাইস্বামী

বাংলাদেশে দাদাগিরি করার কোনো উদ্দেশ্য ভারতের নেই: দোরাইস্বামী

ভারত বাংলাদেশের উপর কখনও ‘বড়ভাইসুলভ’ আচরণ করে না বলে মন্তব্য করেছেন ঢাকায় দেশটির হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আমাদের পররাষ্ট্র নীতির গুরুত্বপূর্ণ স্তম্ভ। আমরা কীভাবে বাংলাদেশের সঙ্গে বড় ভাইয়ের মতো আচরণ করছি। সৎভাবে বলতে গেলে বাংলাদেশ ১৭ কোটি মানুষের বড় দেশ। এই ধরনের চিন্তা করারও কোনো কারণ নেই।

ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিক্যাব) আয়োজনে ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে ভারতের আচরণ নিয়ে জনগণের একটি অংশের ধারণা সম্পর্কে জানতে চাইলে দোরাইস্বামী আরও বলেন, এই ভীতি কেন আমার বুঝে আসে না। আমি বুঝি না কেন আমাদের ভুল বোঝে। কীভাবেই বা বড়ভাই সুলভ আচরণ করা হয়।

তিনি বলেন, আমাদের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার বাংলাদেশ। জাতীয় অর্থনীতির ২৮ ভাগ আপনাদের সঙ্গে। কাজেই দাদাগিরি করার কোনো উদ্দেশ্য ভারতের নেই।

আগামী ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের আয়োজনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসার কথা রয়েছে।

তখন বৈঠকে তিস্তা চুক্তি হতে পারে কি না জানতে চাইলে দোরাইস্বামী বলেন, আমরা পানি বণ্টনের গুরুত্বকে বুঝি এবং মূল্যায়ন করি। তিস্তা চুক্তি নিয়ে আমরা রাজ্য সরকারের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছি। এখনও এটি করতে না পারা দুঃখজনক বাস্তবতা। খুব শিগগির এই চুক্তি হওয়ার সম্ভাবনা কম।

করোনাভাইরাস মহামারি পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে ভারতে বাংলাদেশিদের ভ্রমণ ভিসাও চালু হয় যাবে জানান হাই কমিশনার।

ভারতে বাংলাদেশিদের জন্য অন-অ্যারাইভাল ভিসার চালুর সম্ভাব্যতার কথা জানিয়ে তিনি বলেন, অন-অ্যারাইভাল ভিসার বিষয়টি আমাদের ভবিষ্যৎ পরিকল্পনায় আছে। এটির বাস্তবায়ন নির্ভর করছে দুই দেশের সক্ষমতার উপর। কারণ অনেক মানুষ নিয়মিত ভারত সফর করেন। সেটির সুষ্ঠু ব্যবস্থাপনা আগে নিশ্চিত করা জরুরি।

ডিক্যাবের সভাপতি পান্থ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাধারণ সম্পাদক এ কে এম মঈনুদ্দিন।

আপনার মতামত লিখুন :

ইরান-ইসরায়েল সংকট আরও ঘনীভূত হচ্ছে কি

ইরান-ইসরায়েল সংকট আরও ঘনীভূত হচ্ছে কি

দুবাই বিমানবন্দরে জলাবদ্ধতা, সীমাহীন ভোগান্তি ও যাত্রীদের শোচনীয় অবস্থা

দুবাই বিমানবন্দরে জলাবদ্ধতা, সীমাহীন ভোগান্তি ও যাত্রীদের শোচনীয় অবস্থা

রাশিয়ার মস্কো হামলার ঘটনা যে পরিমাণ অর্থের বিনিময়ে ঘটেছে

রাশিয়ার মস্কো হামলার ঘটনা যে পরিমাণ অর্থের বিনিময়ে ঘটেছে

ইসরায়েলের এক কমান্ডার বললেন গাজা যুদ্ধে হেরেছে ইসরায়েল

ইসরায়েলের এক কমান্ডার বললেন গাজা যুদ্ধে হেরেছে ইসরায়েল

ত্রাণের অপেক্ষায় থাকা ২০ ফিলিস্তিনি ইসরায়েলী হামলায় নিহত

ত্রাণের অপেক্ষায় থাকা ২০ ফিলিস্তিনি ইসরায়েলী হামলায় নিহত

মার্কিন পররাষ্ট্র দপ্তর ড. ইউনুস ইস্যুতে যা বললো

মার্কিন পররাষ্ট্র দপ্তর ড. ইউনুস ইস্যুতে যা বললো

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান
০১৬২৫৪৬১৮৭৬

editor@apsnews24.com, info@apsnews24.com
Developed By Feroj