তুরস্কের প্রধান বিরোধীদল সিএইচপির শীর্ষ নেতা ও গত প্রেসিডেন্ট নির্বাচনে এরদোয়ানের প্রতিপক্ষ মোহাররেম ইনজে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। নতুন দল করার কথাও জানিয়েছেন তিনি।
স্কুল শিক্ষক ইনজে গত ১৬ বছর ধরে সংসদ সদস্য ও গত প্রেসিডেন্ট নির্বাচনে এরদোয়ানের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছিলেন। দলের ভোট ২৫ শতাংশ হলেও ইনজে ৩০ শতাংশ ভোটারের আস্থা অর্জন করেন।
অভ্যন্তরীণ দ্বন্দ্বে গত কয়েকমাসে দফায় দফায় পদত্যাগ করে সিএইচপির এমপিরা। এই সব পদত্যাগ দলটিকে সামনের নির্বাচনে আরো দুর্বল করে দিতে পারে আশংকা বিশ্লেষকদের।
মোহাররম ইনজে সংবাদ সম্মেলনে জানান, সিএইচপি অভিযোগ করে এরদোয়ান স্বৈরশাসক, তারা দেশকে স্বৈরশাসন থেকে মুক্ত করবে।অথচ দলের নেতা কেমাল কিলিজদারঅলু নিজে দলের ভেতর স্বৈরশাসন কায়েম করে ক্ষমতা আকড়ে রেখেছে। নিজের দলের ভেতর কোন গনতন্ত্র নেই। এই দল কিভাবে তুরস্কে গনতন্ত্র প্রতিষ্ঠা করবে? তাই আমি এই দল থেকে পদত্যাগ করছি।
তিনি আরো বলেন, সাধারনত কোন নেতা পর পর দুই বার নির্বাচনে পরাজিত হলে দলের নেতৃত্ব ছেড়ে দেয়, অথচ কেমাল ৭ বার এরদোয়ানের বিরুদ্ধে পরাজিত হয়েও দলের পদ আকড়ে ধরে রেখেছে। দলের কোন জনপ্রিয় নেতাকে সামনে আসতে দিচ্ছে না।
কেমালের অনুগত লোক দিয়ে দলের কেন্দ্রীয় কমিটি ভর্তি করা হয়েছে। আজকে সিএইচপিতে এমন লোকদের ইস্তাম্বুলের নেতা বানানো হয়েছে যে মুস্তফা কামালকে আতাতুর্ক বলতে চায় না! দল আজকেপিকেকের মতো দেশ বিরোধী শত্রুদের দল এইচডিপির সাথে নির্বাচনী জোট করছে। এটা আমি কোন ভাবেই মেনে নিতে পারি না। তাই দল থেকে পদত্যাগ করছি।
এর আগে বিরোধীদলের নেতা কেমালের স্বৈরচারী নীতির সমালোচনা করে দল থেকে পদত্যাগ করেন সাবেক ইস্তাম্বুল মেয়র প্রার্থী মোস্তফা সারিগুল। গত ডিসেম্বর ২০২০ এর সারিগুল তুর্কিস চেঞ্জ পার্টি নামে নতুন দল গঠন করেন।
এর আগে এরদোয়ানের দলের সাবেক দুই নেতা আহমেদ দাউদঅলু ও আলী বাবাজানের নেতৃত্বে নতুন দল গঠিত হয়। তবে এখন পর্যন্ত ভোটের রাজনীতিতে তাদেরকে এরদোয়ানের জন্য বড় কোন হুমকি হিসেবে দেখা হচ্ছে না।
তুরস্কের সেক্যুলার ব্লকের ক্রমাগত ভাঙ্গনে এরদোয়ানের জোট ২০২৩ সালের নির্বাচনে জয় লাভের ব্যাপারে আরো আত্মবিশ্বাসী হয়ে ওঠছে। এরদোয়ানের আক পার্টির সাথে-জাতীয়তাবাদী এমএইচপির নির্বাচনী জোটের পরিধি বাড়াতে চেষ্টা চলছে। এই জোটে যোগ দিতে পারে সাদাত পার্টি। দলটির নেতা তেমেল কারামোল্লাঅলু এমন কিছু হওয়া অসম্ভব নয় বলে জানিয়েছেন।