ঠাকুরগাঁও প্রতিনিধিঃবাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে হরিপুর পুলিশ। শনিবার (২৩ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মানিখাড়ী রুহিয়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হরিপুর ও রাণীশংকৈল উপজেলার নাহিদ হোসেন, মিজানুর রহমান ও মাইনুল ইসলাম।
পুলিশ জানায়, গ্রেপ্তার এই তিন প্রতারক মানিখাড়ী রুহিয়া গ্রামের আব্বাস আলীর ছেলে মামুন হককে আট লাখ টাকা চুক্তিতে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে ইতিমধ্যে ১ লাখ ৯৫ হাজার টাকা হাতিয়ে নেয়।
আজ আবার তারা চুক্তির বাকি টাকা নেওয়ার জন্য আব্বাস আলীর বাসায় আসে। একই সঙ্গে চাকরির একটি ভুয়া কাগজ আব্বাস আলীকে প্রদান করে।
পরে আব্বাস আলী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের ডেকে এনে কাগজ যাচাই করলে সেটি ভুয়া বলে প্রমাণিত হয়। এরপর প্রতারকদের আটক করে হরিপুর থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরঙ্গজেব জানান, গ্রেপ্তার তিনজনই প্রতারক চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এ সময় প্রতারক চক্রের হাত থেকে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান ওসি।