‘শত্রুদের সমালোচনার খোরাক না হতে’ নেতা এবং কমান্ডারদের একাধিক বিয়ে থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে নির্দেশনা জারি করেছে তালেবান।
তালেবান সূত্র জানিয়েছে, একাধিক বিয়ের কারণে পাত্রীর মোহরানার অর্থ পরিশোধে কমান্ডারদের কাছ থেকে তহবিল চাওয়ার দাবি বাড়ছিল।
ইসলামের বিধান মতে, একজন মুসলিম শর্তসাপেক্ষে একসঙ্গে চারজন স্ত্রী রাখতে পারেন। আফগানিস্তান এবং পাকিস্তানে বহুবিবাহ বৈধ।
এমন স্পর্শকাতর সময় এই নির্দেশনা আসলো, যখন তালেবান দেশটির ভবিষ্যৎ নিয়ে সরকারের সঙ্গে সংলাপ শুরু করেছে।
সূত্র জানায়, বড় এবং একাধিক পরিবারের ব্যয় বহন করতে গিয়ে সংগঠনের সদস্যদের বিরুদ্ধে অর্থ সংগ্রহের প্রচেষ্টায় দুর্নীতি অভিযোগ ওঠায় উদ্বিগ্ন তালেবান।
অধিকাংশ জ্যেষ্ঠ তালেবান নেতার একাধিক স্ত্রী রয়েছে। তবে ইতোমধ্যে যাদের একাধিক স্ত্রী রয়েছে, তাদের ক্ষেত্রে এ নির্দেশনা কার্যকর হবে না।
আফগান তালেবান নেতা মোল্লা হিবাতুল্লাহর নামে জারিকৃত দুই পৃষ্ঠার নির্দেশনায় বহুবিবাহ নিষিদ্ধ করা হয়নি। তবে এতে বলা হয়, ‘যদি সব নেতা এবং কমান্ডার বহুবিবাহ পরিত্যাগ করেন, তাহলে তাদেরকে দুর্নীতি এবং অবৈধ কর্মকাণ্ডে জড়াতে হবে না।’