নিজ্বস প্রতিবেদকঃ বাংলাদেশ কেন্দ্রীয় কৃষক লীগের কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের মহাসচিব ড.মুহাম্মদ হাবীবুর রহমান মোল্লা ও বঙ্গবন্ধু ভেটেরিনারি পরিষদের মহাসচিব সাইফুল বাশার এর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছে গাজীপুর ভেটেরিনারি স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনের প্রথম কমিটি।
সোমবার (১১ জানুয়ারি ) সন্ধ্যায় ঢাকায় অবস্থিত বাংলাদেশ ভেটেরিনারি এসোশিয়েশন এর মূল কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় বঙ্গবন্ধু ভেটেরিনারি পরিষদের সভাপতি ডাঃ ফযলে রাব্বি চৌধুরী, বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্ট’স ফেডারেশন এর সাধারণ সম্পাদক রতন রহমান, জিভিএসএ এর আহ্বায়ক ডাঃ আমির হাসনাত হাসিব এবং নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি মীর নাদিম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, মো. তাছমীর রাইয়ান লাবীব, সাংগঠনিক সম্পাদক মো. রাতুল জামান, এস এম আওফবুল্লাহ ইব্রাহীম, দপ্তর সম্পাদক তোফায়েল আহমেদ, সহ-দপ্তর সম্পাদক হাসিবুল হাসান নাঈম, সহ-দপ্তর সম্পাদক এ কে এম তৌসিফুর রহমান।
এছাড়া প্রচার সম্পাদক জুখার দুদায়েভ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক তোফায়েল আহম্মেদ আকন্দ, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মো. সাজিদ আল মামুন, পরিকল্পনা ও কর্মসূচি বিষয়ক সম্পাদক হাসানুল হক ইমন সহ অন্যান্যরা উপস্থিত ছিল।
শুভেচ্ছা বিনিময়কালে বাংলাদেশ ভেটেরিনারি এসোশিয়েশন এর মহাসচিব বলেন, ভেটেরিনারি এসোশিয়েশন এর মাধ্যমে ভেটেরিনারির সার্ভিস গুলোর প্রচার প্রসার করতে হবে। মাঠপর্যায়ে ফার্মিং এ ভেটেরিনারির উন্নত শিক্ষার ব্যবহার বাড়াতে হবে। ডিগ্রির চেয়ে দক্ষ ভেটেরিনারিয়ান হওয়া এখন সময়ের দাবি।