যুক্তরাষ্ট্রই উত্তর কোরিয়ার সবচেয়ে বড় শত্রু। কারণ, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে যে-ই ক্ষমতায় আসুক পিয়ংইয়ংয়ের প্রতি হোয়াইট হাউজের নীতিতে কোনো পরিবর্তন আসবে না।
শনিবার এ দাবি করেন, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।বলেন, দেশটির উন্নয়নের সবচেয়ে বাঁধা ওয়াশিংটন। তাই রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ প্রচার করেছে কিম-এর এ বার্তা।
প্রতিবেশীদের সাথে সম্পর্কোন্নয়নের ঘোষণার একদিন পরই এমন মন্তব্য করলেন কিম। জানান, সখ্যতা বাড়াবেন পুঁজিবাদ বিরোধীদের সাথে। কিম এর মন্তব্যে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি বাইডেন শিবির।