আজাহার ইসলাম, পঞ্চগড়:
বাংলাদেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে দিনব্যাপী ‘ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করার লক্ষ্যে ‘হিউম্যানিটি অব সোসাইটি’ এর আয়োজন করে।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকাল ১০টায় পঞ্চগড়ের বোদা উপজেলার পাথরাজের হরিপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হয়।
এসময় হরিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক যতীন্দ্রনাথ বর্মন, ময়দানদিঘী ইউনিয়ন পরিষদের সদস্য হাফিজুল ইসলাম, আলোকিত প্রতিভা মুক্ত স্কাউট গ্রুপের প্রতিষ্ঠাতা সোহাগ সরকারসহ সংগঠনটির অন্যান্য স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
ক্যাম্পেইনে টেকনিশিয়ান হিসেবে ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সরকারী তিতুমীর কলেজের শিক্ষার্থী রাসেল মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসলাম ও পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারী কলেজের শিক্ষার্থী শামিম। এ কর্মসূচিতে ৪ শতাধিক রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা।
এ বিষয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সরকারী তিতুমীর কলেজ শিক্ষার্থী রাসেল মাহমুদ জানান, ‘রক্তদাতার মূল্যবান রক্তদানের মাধ্যমে যেমনি মৃত্যুপথযাত্রীর জীবন যেমন বাঁচবে, তেমনি রক্তদাতা ও রক্তগ্রহীতার মধ্যে গড়ে উঠবে রক্তের বন্ধন। আর রক্তদান-গ্রহণের জন্য রক্তের গ্রুপ জানা আবশ্যক। এই কথাকে মাথায় রেখে আমরা বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আজ হাতে নিয়েছি মানুষকে সচেতন করতে।’