ক্যাপিটল ভবনে হামলার পর নিজ মন্ত্রিসভার সদস্যদের তোপের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন প্রেসিডেন্ট হিসেবে বাইডেন শপথ নেয়ার আগেই ২৫তম সংশোধনীর মাধ্যমে তাকে উৎখাতের পরিকল্পনা করছেন রিপাবলিকানরা।
অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ সচিব এবং সিনিয়র জিওপি সদস্যরা ২৫তম সংশোধনী চান। ট্রাম্পের মেয়াদ শেষ হওয়ার দুই সপ্তাহ আগে এর মাধ্যমে তারা ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে ক্ষমতায় বসাতে চান।
প্রেসিডেন্ট ‘ক্ষমতা ধরে রাখতে এবং দায়িত্ব পালনে অক্ষম হলে’ যুক্তরাষ্ট্রের সংবিধানের ২৫তম সংশোধনীর মাধ্যমে ভাইস প্রেসিডেন্ট ক্ষমতায় বসতে পারেন।
এমন আলোচনার ভেতর ট্রাম্প অবশ্য নির্ধারিত সময়ে (২০ জানুয়ারি) নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা ছাড়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
অ্যাক্সিওস জানিয়েছে, অধিবেশনে হামলার পর বিরোধীদের পাশাপাশি রিপাবলিকানরাও ফুঁসে উঠছেন। দলের শীর্ষ নেতারা এই ঘটনায় নিজেদেরই ‘অপমান’ দেখছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন ইতিমধ্যে আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছেন।
স্থানীয় সময় বুধবার কংগ্রেসের এক যৌথ অধিবেশনে বাইডেন ও কমলা হ্যারিসকে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট হিসেবে সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হয়।
এসব প্রক্রিয়ার আগে প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থকেরা ক্যাপিটল ভবনে হামলা চালানোয় কংগ্রেসের এই অধিবেশন বিঘ্নিত হয়েছিল। এ সময় অধিবেশন কয়েক ঘণ্টা স্থগিত ছিল।
হামলার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে চার জন নিহতের পাশাপাশি অনেকে আহত হয়েছেন। অর্ধশতাধিক ‘বিদ্রোহকারীকে’ গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ হামলাকারীদের ভবনটি থেকে সরিয়ে দেওয়ার পর অধিবেশন আবার শুরু করা হয় এবং যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী কংগ্রেস সদস্যরা তাদের ওপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে শেষ করেন।