ইসরায়েলে ফাইজারের করোনা টিকা নেয়া প্রায় ১০ লাখ মানুষের মধ্যে ২৪০ জন কয়েক দিন পর নতুন রোগটিতে আক্রান্ত হয়েছেন। চ্যানেল ১৩ নিউজে বৃহস্পতিবার এই খবর দেয়া হয়েছে।
আরও অনেক দেশ থেকে এমন খবর আসছে। এর অর্থ এটা নয় যে ফাইজার-বায়োএনটেকের টিকায় কাজ হচ্ছে না। মূল ঘটনা হল টিকা নেয়ার প্রায় ২৮ দিন পর করোনা থেকে প্রায় শতভাগ (৯৬ শতাংশ) সুরক্ষা মিলছে।
ফাইজারের টিকার প্রথম ডোজ নেয়ার ৮-১০ দিন পর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ছে। এই সময়ে আক্রান্ত হওয়ার ঝুঁকি ৫০ শতাংশ কম। দ্বিতীয় ডোজ নিতে হচ্ছে ২১ দিন পর। এই ডোজ নেয়ার আরও সাতদিন পর মিলছে ৯৫ শতাংশ কার্যকারিতা, যেটি একটি অঞ্চলের মহামারী প্রতিরোধের জন্য যথেষ্ট।
ইসরায়েলি গণমাধ্যমে ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় ডোজ নেওয়ার পরেও করোনার স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। করোনার ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রেও জনগণকে সচেতন হতে বলা হচ্ছে।
গেল বছরের ২০ ডিসেম্বর ইসরায়েলে টিকাদান কর্মসূচি চালু করেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেশের প্রথম ব্যক্তি হিসেবে তিনি নিজে ক্যামেরার সামনে প্রকাশ্যে ভ্যাকসিন নেন।