কভিড-১৯ রোগের বিরুদ্ধে ইমিউনিটি গড়ে তোলার একটি ওষুধের ট্রায়াল শুরু করেছেন ব্রিটিশ বিজ্ঞানীরা।
বিশেষজ্ঞদের উদ্ধৃত করে দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, নতুন এই অ্যান্টিবডি চিকিৎসা মার্চের মধ্যে এসে যেতে পারে।
প্রতিবেদনে বলা হয়েছে, বাড়িতে থাকা রোগীদের দ্রুত চিকিৎসা দিতে ওষুধটি কাজে লাগবে।
ইউনিভার্সিটি কলেজ লন্ডন হাসপাতালের পক্ষ থেকে এই ট্রায়াল চালানো হচ্ছে। কর্মকর্তারা বলছেন, এই ওষুধ থেকে দীর্ঘমেয়াদি সুরক্ষা পাওয়া যাবে।
আমাদের শরীর যখন ক্ষতিকর ভাইরাসে আক্রান্ত হয়, তখন অ্যান্টিবডি সংক্রমণ ঠেকাতে চেষ্টা করে। যাদের অ্যান্টিবডি শক্তিশালী, তাদের ওষুধের দরকার পড়ে না।
ট্রায়ালের নেতৃত্ব দিচ্ছেন ভাইরোলজিস্ট ডা. ক্যাথরিন হোলিহান। তিনি জানিয়েছেন, অ্যাস্ট্রাজেনেকার প্রস্তুতকৃত অ্যান্টিবডি এজেডডি৭৪৪২ তাৎক্ষণিক এবং দীর্ঘমেয়াদি সুরক্ষা দিতে পারবে।
বিজ্ঞানীদের আশা, এই অ্যান্টিবডি ৬ থেকে ১২ মাস করোনা থেকে সুরক্ষিত রাখতে পারবে।
হাসপাতালটি তাদের ভ্যাকসিন গবেষণা কেন্দ্রে ইতিমধ্যে দশজনের শরীরে অ্যান্টিবডি ওষুধ প্রয়োগ করেছে। এরপর বিশ্বজুড়ে ১ হাজার ১২৫ জনকে ওষুধটি দেয়া হবে।
এই ধরনের একটি ওষুধ দেয়া হয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। রেজেনারন ফার্মাসিউটিক্যালের অ্যান্টিবডি থেরাপি দেওয়ার পর তিনি ‘দ্রুত’ সুস্থ হয়ে যান।