করোনা প্রতিরোধে মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মডার্নার তৈরি টিকার প্রথম চালান পৌঁছাল কানাডায়। দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বিষয়টি নিশ্চিত করেছেন।
কাতারভিত্তিক আলজাজিরা জানায়, ডিসেম্বরের শেষ হওয়ার আগেই কানাডাকে এক লাখ ৬৮ হাজার ডোজ টিকা সরবরাহ করছে মডার্না। সেটির অংশ হিসেবে প্রথম চালানের টিকা পেল দেশটি।
এক টুইটে জাস্টিন ট্রুডো বলেন, এ মাসের শেষে যে এক লাখ ৬৮ হাজার ডোজ টিকা পাওয়ার কথা, তারই অংশই এটি। মডার্না আমাদের মোট ৪০ মিলিয়ন ডোজ টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
বুধবার কানাডার স্বাস্থ্য বিভাগ মডার্নার টিকাটির জরুরি ব্যবহারের অনুমোদন দেয়। তারা জানায়, মার্কিন প্রতিষ্ঠানটির এ টিকা সুরক্ষিত, কার্যকরী এবং প্রয়োজনীয় মানযুক্ত।
যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় দেশ হিসেবে কানাডা মডার্নার টিকা পেল। ১৮ ডিসেম্বর মার্কিন ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা (এফডিএ) এ টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেয়।
এর আগে, আরেক মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজারের টিকার অনুমোদন দেয় কানাডা। জার্মান জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান বায়োএনটেকের সঙ্গে এ টিকা উদ্ভাবন করে ফাইজার।
ইতিমধ্যে বিভিন্ন প্রদেশে স্বাস্থ্যকর্মী এবং কেয়ার হোমের বাসিন্দাদের ফাইজারের টিকা দেয়া শুরু হয়েছে। ফাইজারের টিকার মতো অতিরিক্ত নিম্ন তাপমাত্রায় রাখার প্রয়োজন নেই মডার্নার এ টিকা। ফলে টিকাটিকে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য পাঠানো হবে বলে কানাডার কর্মকর্তারা জানিয়েছেন।