ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘বাংলাদেশে প্রচলিত দূরূদ: কুরআন-সুন্নাহর আলোকে একটি প্রায়োগিক বিশ্লেষণ’ শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সেমিনার কক্ষে এটি অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ সেমিনারটির আয়োজন করে।
সেমিনারে পিএইচডি গবেষক হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের ২০০৭-০৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুহাম্মদ জিয়াউর রহমান। গবেষণা প্রবন্ধে দূরূদের পরিচয়, বাংলাদেশে প্রচলিত দূরূদ, বিভিন্ন দূরূদের ফজিলত, রাসুল (সাঃ) এর উপর দূরূদ পাঠের পদ্ধতি ও বিধান আলোচনা করা হয়েছে। এছাড়া আমাদের দেশে যেসব দূরূদ প্রচলিত তার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।
এসময় বিভাগের সভাপতি প্রফেসর ড. সৈয়দ মাকসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ সোলায়মান। বিশেষ অতিথি ছিলেন গবেষণার তত্বাবধায়ক ও বিভাগের প্রফেসর ড. মুজাহিদুর রহমান। আলোচক ছিলেন বিভাগের প্রফেসর ড. আ. খ. ম. ওয়ালী উল্লাহ ও প্রফেসর ড. আকতার হোসেন।
এছাড়া আল ফিকহ অ্যান্ড লিগাল স্টাডিজ বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর নাসির উদ্দীন আজহারী, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. আব্দুল কাদের, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ প্রফেসর ড. শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।