১৩/১০/২০২০ তারিখ উপপরিচালক জনাব হুমায়ুন কবির খন্দকার এর তত্ত্বাবধানে এবং উপপরিদর্শক জনাব টিপু সুলতান এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, চট্টগ্রাম এর একটি টিম পাচারকালে ৫,০০০ (পাঁচ হাজার) পিস ইয়াবা সহ আসামী- মোঃ মামুন বিশ্বাস (২৩)(বাঁয়ে), পিতা- চাঁদ আলী বিশ্বাস, মাতা- মালেকা বেগম, স্ত্রী- কনিকা বিশ্বাস, সাং- সাচিলাপুর (শমসের বিশ্বাস এর বাড়ী), নাজির মেম্বারের ওয়ার্ড, থানা- শ্রীপুর, জেলা- মাগুরা; বর্তমান ঠিকানাঃ সাচিলাপুর সরকারী আবাসন, কক্ষ নংঃ বি-৫, থানাঃ শ্রীপুর, জেলাঃ মাগুরা কে ২৫০০ পিস ইয়াবা এবং হাফিজুর রহমান (২১)(ডানে), পিতাঃ মৃত আব্দুল হামিদ, মাতা- শামসুন্নাহার, স্ত্রী-বিবি সাদিয়া, সাং- কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প, ব্লক- এ, কক্ষ নং-০১, আমগাছতলা, হেড মাঝিঃ জাফর আহাম্মদ, সাইড মাঝিঃ জাফর আহাম্মদ, থানাঃ উখিয়া, জেলাঃ কক্সবাজার কে ২৫০০ পিস ইয়াবা সহ চট্টগ্রাম বাকলিয়া সিএমপি থানাধীন চাকতাই নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় দেহ তল্লাশীপূর্বক ইয়াবা সংরক্ষণ ও বহনের অপরাধে রাত প্রায় ১০ঃ৩০ ঘটিকায় আটক করে বাকলিয়াতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন – ২০১৮ অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হয়