এপিএসনিউজ ডেস্ক : ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের মেধাবী ছাত্রী উলফাত আরা তিন্নির হত্যার বিচার চেয়ে প্রতিবাদ জানিয়েছে ইবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ।
ইবি ক্যাম্পাসের পেইজ সূত্রে জানা যায়, শিক্ষার্থীকে হত্যা করেছে আপন দুলাভাই । নিহত তিন্নির(২৭) বোনের ডিভোর্স হয় কিছুদিন আগে । তাকে মারতে এসে না পেয়ে বোনকে হত্যা করে পিচাশ দুলাভাই । যদিও এটিকে আত্মহত্যা বলে প্রচার করা হচ্ছে ।
তবে এবিষয়ে প্রতিবাদ জানিয়ে, ইবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের রানা জানান, ঢাকাস্থ বিশ্ববিদ্যালয় বা ঢাকা কেন্দ্রিক হলে ঘটনার প্রতিবাদ তোড়জোরে হতো কিন্তু রাজধানীর বাইরে বলে তেমনটি হচ্ছে না । ঢাকার বাইরে হওয়ায় আমাদেরকে মেরে ফেললেও নিউজ হয় না, কোনো টিভি চ্যানেলে প্রচার হয় না । অথচ ঢাবির কেউ কারো দ্বারা একটু অপমানিত হলেই ওমনি সেটা চ্যানেলে চ্যানেলে প্রচার হয়, নিউজ রিপোর্ট তদন্ত কমিটি আরো কতকি… এক্ষেত্রে সুষ্ঠু তদন্ত করে কঠোর বিচার ও শাস্তির দাবি জানাচ্ছি ।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ১৯-২০ সেশনের শিক্ষার্থী রুখসানা খাতুন জানান, আমাদের বিশ্ববিদ্যালয়ের আপুকে হত্যা করা মানে আমাদের মনে ঠেস পৌঁছানো এবং একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের নাম জড়িয়ে রয়েছে । তথাপি খুনির কঠোর বিচার চাই ।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ১৯-২০ সেশনের শিক্ষার্থী, আল আমিন ইসলাম নাসিম জানান, এমন ঘটনা আমাদের জন্য একটি সংকেত মাত্র । আমাদেরকে এর বিরুদ্ধে একত্রিত হতে হবে এবং রুখে দাঁড়াতে হবে । ইবি মানেই একটি পরিবার আমাদের নিকট । পরিবারের কেউ মর্মান্তিক মৃত্যুর শিকার হবে এটা আমরা চাই না । ভবিষ্যতে এরকম যেন না ঘটে এবং অপরাধী যেন প্রশ্রয় না পায় সেজন্য ইবি প্রশাসনকে গুরু দায়িত্ব পালন করতে হবে । প্রয়োজন হলে অনলাইনে প্রতিবাদের ঝড় তুলতে হবে শিক্ষার্থীদের । ইবির নবীন শিক্ষার্থী হিসেবে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর সঙ্গে ঘটে যাওয়া এমন নৃশংস ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় । সেই সঙ্গে খুনের তদন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন করে সঠিক বিচারের দাবি জানায় ।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরিয়ার বেলাল জানান, আমাদের বিশ্ববিদ্যালয়ের আপুকে হত্যা করা মানেই আমাদের হত্যা করা । আগামীকাল দূবৃত্তের শিকার আমরা বা আমাদের বান্ধবীরাও হতে পারে, তাতে কোনো সন্দেহ নেই । যা আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য খুবই চিন্তিত বিষয় । তাই যত দ্রুত সম্ভব খুনিকে বিচারের আওতায় নিয়ে আসা হোক ।
উল্লেখ্য তিন্নি ইবির হিসাব বিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের ছাত্রী এবং আইন-শৃঙ্খলা বাহিনীর তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বের হয়ে আসবে এই প্রত্যাশা করছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীরা ।