তানিব রহমান,রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের রাজশাহী বিভাগে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়। ১৯৫৩ সালের ৬ জুলাই এটি প্রতিষ্ঠিত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৩৬ হাজার৷ প্রাচ্যের ক্যামব্রিজ খ্যাত এই বিশ্ববিদ্যালয়টি স্বাধীনতার পূর্বে প্রতিষ্ঠিত হওয়া অন্যতম সেরা এই বিশ্ববিদ্যালয় বাংলাদেশের স্বাধীনতায় উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিল। শুরু থেকেই ছাত্রদের দাবি আদায়েও উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে আসছে।
বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা বাড়ি ক্যাম্পাস এবং কর্মক্ষেত্রের নানামুখী নিরাপত্তা জনিত সমস্যায় ভুগে। তখন সবাই পরিচিতির অভাবে বা জানাশোনার অভাবে সহযোগিতা থেকে বঞ্ছিত হয়।
সেক্ষেত্রে আমরা একটা প্ল্যাটফর্ম এর অভাব অনেক আগেই অনুভব করেছি কিন্তু সাম্প্রতিক সময়ে সংঘটিত বিভিন্ন ঘটনা আমাদের বিবেককে তাড়না দেয়। আমরা কতটুকু নিরাপদ ক্যাম্পাসে ও ক্যাম্পাসের বাইরে? যেকোনো সময় আমরাও হতে পারি পরিস্থিতির শিকার।
“”সবাই মিলে গড়ি নিরাপদ রাজশাহী বিশ্ববিদ্যালয়””
এই মূলমন্ত্রে বিশ্বাসী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কোনরূপ দৈহিক ক্ষতির বিষয়ে সর্বোত্তভাবে সহায়তা করবে রাজশাহী বিশ্ববিদ্যালয় নিরাপত্তা ঐক্যমঞ্চ। । তবে কোনো বিচারাধীন বিষয় ,রাজনৈতিক বিষয় এ হস্তক্ষেপ থেকে দূরে থাকবে এই সংগঠন সংশ্লিষ্ট সকলে। নিরাপত্তা ঐক্য গড়ে তোলার পূর্বশর্ত হল প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালীকরণ!!
ক্যাম্পাসে বা ক্যাম্পাসের বাইরে হুমকির শিকার, জীবন সংশয় বা বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে নিজের জীবন রক্ষা করতে, রক্তদান কিংবা যেকোনো সহযোগিতামূলক কাজের নেপথ্যে থাকবে রাজশাহী বিশ্ববিদ্যালয় নিরাপত্তা ঐক্যমঞ্চ। মূলত প্রতিরক্ষার সেতুবন্ধন হিসাবে কাজ করবে রাজশাহী বিশ্ববিদ্যালয় নিরাপত্তা ঐক্যমঞ্চ।
ইতোমধ্যে প্রশাসনিকক্ষেত্রে কর্মরত অনেক প্রাক্তন রাবিয়ানের সাড়া পেয়েছি।অনেকে সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছেন। এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয় নিরাপত্তা ঐক্যমঞ্চ।
যেন কোন ব্যক্তিস্বার্থে বা কোন গোষ্ঠীও স্বার্থে ব্যবহৃত না হয়, এই পরিবেশ গড়ে তুলার প্রত্যয় ব্যক্ত করেছেন।
আমরা সবাই রাবিয়ান যেখানে এসে এক হয়ে যায় সকল বাধা-ব্যবধান সর্ম্পক হোক সহযোগিতার এভাবে ছড়িয়ে যাক ভ্রাতৃত্ত্ববোধ