সাফায়িত সিফাত, কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কু্বি) আইন বিভাগের আয়োজনে ‘কোর্ট ফি আইন-১৮৭০’ বিষয়ক ওয়েবিনার (ওয়েব সেমিনার) অনুষ্ঠিত হয়েছে। অনলাইন প্লাটফর্ম জুমের মাধ্যমে ওয়েবিনারটি শুক্রবার সকাল ১০টায় আয়োজিত হয়।
আইন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আবু বকর ছিদ্দিক মাসুমের সঞ্চালনা ও তত্ত্বাবধানে আয়োজিত ওয়েবিনারটিতে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের যুগ্ম জেলা ও দায়রা জজ রুকন উদ্দিন কবির। ওয়েবিনারে কোর্ট ফি আইন নিয়ে আলোচনার পাশাপাশি দেওয়ানি মামলার বৈচিত্র্যময় অভিজ্ঞতা শিক্ষার্থীদের কাছে তুলে ধরেন প্রধান আলোচক৷ এছাড়া ওয়েবিনারের শেষাংশে প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীদের আইন বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।
উল্লেখ্য, করোনাকালে শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা জানার সুযোগ করে দেয়ার উদ্দেশ্যে
এবং বিভাগটির একাদশ আবর্তনের ‘দেওয়ানী কার্যবিধি’ কোর্সের অংশ হিসাবে বিশেষ ওয়েবিনারটি আয়োজন করা হয়। ভবিষ্যতেও এ ধরণের আয়োজন করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।