চলতি সপ্তাহে ধর্ষণের সাজার ব্যাপারে নাইজেরিয়ায় নতুন আইন পাস হয়েছে। এই আইনের ফলে ধর্ষককে নপুংসক করে দেওয়ার কথা বলা হয়েছে। এমনকি শিশু ধর্ষণের ঘটনায় হত্যার সাজা দেওয়ার বিধান রাখা হয়েছে।
জানা গেছে, নাইজেরিয়ার কাদুনা রাজ্যে ধর্ষণকারী পুরুষকে নপুংসক করে দেওয়া হবে। আর ১৪ বছরের কম বয়সী কাউকে ধর্ষণের ঘটনা প্রমাণ হলে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে।
কাদুনা রাজ্যের গভর্নর নাসির আহমেদ আল রুফাই বলেন, এ ধরনের সাজার ফলে বড় ধরনের অপরাধ থেকে শিশুদের রক্ষা করা যাবে।
এর আগে ধর্ষণের ঘটনায় সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড ছিল সে দেশে। তবে গত জানুয়ারি থেকে মে মাসে দেশটিতে ধর্ষণের ঘটনা আট শতাধিক ঘটার ফলে নতুন করে ভাবনা শুরু করে কাদুনা রাজ্য সরকার। তারপর এ সিদ্ধান্ত এলো।
সূত্র : নিউইয়র্ক পোস্ট