মোঃ রাসেল হোসাইন বরগুনা প্রতিনিধিঃ বরগুনার আমতলীতে ৪৬ কোটি টাকার লোহার ব্রীজ নির্মান ও পুনঃনির্মান প্রকল্পের কাজে দরপত্র ও প্রাক্কলন তৈরিতে অনিয়ম ও দূর্নীতির অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার বরগুনার আমতলী উপজেলা পরিষদের সামনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বরগুনার তালিকাভুক্ত ঠিকাদাররা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন
ঠিকাদারদের অভিযোগ, নির্দৃষ্ট ঠিকারদারকে কাজ পাইয়ে দেয়ার জন্য প্রকল্পের প্রাক্কল তৈরি করেছে এলজিইডি। অর্থ লোপাটের উদ্দেশ্যে এসবব প্রকল্পে প্রায় দ্বীগুন ব্যায় ধরা হয়েছে। এছাড়াও সরেজমিন পরিদর্শন ছাড়াই বিনা প্রয়োজনে মাটি ভরাটে অর্থব্যয়, ব্যবহারযোগ্য মালামাল বাদ দেয়াসহ নানা অনিয়মের আশ্রয় নিয়ে বিপুল পরিমান অর্থ লোপাটের সুযোগ রেখে প্রাক্কলন তৈরি করা হয়েছে। ক
র্তৃপক্ষের স্বাক্ষর জালিয়াতি করে এসব প্রাক্বলন তৈরি করা হয়েছে বলে মানবন্ধনে ঠিকাদারদের অভিযোগ। ঠিকাদাররা দূর্নীতি ও অনিয়মের আশ্রয় নিয়ে অর্থ লোপাটের উদ্দেশ্যে করা এসব প্রকল্পে প্রাক্কলন বাদ দিয়ে সরেজমিন পরিদর্শন করে পুনরায় প্রাক্কলন তৈরি করে দরপত্র আহবানের দাবি জানান।